রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ও আড়ানি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা দলিল লেখক সমিতির কতিপয় ব্যক্তির অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বাঘা উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের একাংশ। এদের নেতৃত্বে ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিরোধী নেতা হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী।
একই সময় স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম অনুসারীরা বাঘা পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলীর অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
শাহরিয়ার আলম অনুসারীদের মানববন্ধন চলাকালে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন আক্কাস আলী। এ সময় দুপক্ষের মাঝে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২জুন/পিএস)

মন্তব্য করুন