১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ভরত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৪, ২১:৩২| আপডেট : ২২ জুন ২০২৪, ২১:৫৬
অ- অ+

সুপার এইটের আজকের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন দুই ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। অবশেষে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। এই জুটি ভাঙার পর ভারতীয় ব্যাটারদের আরও চেপে ধরেন বাংলাদেশী বোলাররা। যার ফলে ১০৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে ভরত।

ভারতের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন এই দুই ভারতীয় ব্যাটার। ৩ ওভার ৩ বলেই তারা তুলে নেন ৩৯ রান। তবে এর পরের বলেই এই জুটি ভাঙলেন সাকিব।

সাকিবের বলে জাকের আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। আউট হওয়ার আগে করেন ১১ বলে ২৩ রান। তর বিদায়ে ৩৯ রানেই প্রথম উইকেট হারায় ভারত।

রোহিত শর্মা ফিরে গেলেও রিশাভ পান্তকে নিয়ে তাণ্ড চালাতে থাকেন বিরাট কোহলি। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামালেন তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন ২৮ বলে ৩৭ রান করা বিরাট কোহলি। তার বিদায়ে ৭১ রানে ২ উইকেট হারায় ভারত।

বিরাট কোহলির বিদায়ের এক বল পরেই সাজঘরে ফিরে গেলেন সূর্যকুমার যাদব। তানজিম সাকিবের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ৭৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে ভারত।

বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব ফিরে গেলে শিবাম দুবেকে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন রিশাভ পান্ত। এই জুটিতে ভর করে ১১ ওভার ২ বলে দলীয় শতক পূর্ণ করে ভারত। অবশেষে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে তামান রিশাদ হোসেন। রিশাদের বলে শর্ট থার্ডে তানজিম হাসান সাকিবের হাতি ক্যাচ তুলে দিযে সাজঘরে ফিরে যান ২৪ বলে ৩৬ রান করা রিশাভ পান্ত। তার বিদায়ে ১০৮ রানে ৪ উইকেট হারালো ভারত।

বাঁচা-মরার এ ম্যাচে বাংলাদেশ দলে নেই পেসার তাসকিন। তার জায়গায় দলে ফিরেছেন জাকের আলী অনিক। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা