শাকিব-জায়েদ আঙ্কেল, তাদের সঙ্গে রোমান্স সম্ভব নয়: দীঘি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ১৭:৩৬
অ- অ+

১৮ বছর আগে ২০০৬ সালে শাকিব খানের সঙ্গে ‘চাচ্চু’ ও ‘দাদিমা’ নামে দুটি সিনেমায় কাজ করেছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সে সময় তিনি ছিলেন চার বছরের শিশু। দুটি সিনেমাতেই শাকিব খান ছিলেন দীঘির চাচার ভূমিকায়। রূপালি পর্দায় সেই শাকিব খানের সঙ্গে দীঘির রসায়ন কি সম্ভব?

সম্প্রতি ঈদের একটি অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেত্রী জানালেন, একেবারেই সম্ভব নয়। কিন্তু কেন? তার কারণও ব্যাখ্যা করেছেন দীঘি।

এই চিত্রনায়িকা বলেন, ‘শাকিব আঙ্কেলের সঙ্গে আমার সিনেমা হয়েছে। মানুষ আমাকে তার সঙ্গে একটাভাবে দেখে ফেলেছেন। ওই জায়গা থেকে আমার মনে হয়, শাকিব আঙ্কেলের সঙ্গে রোমান্স করা আমার পক্ষে সম্ভব না। কারণ, তাকে আমি এখনো আঙ্কেলই ডাকি।’

তবে চরিত্রের প্রয়োজনে ওইরকম কোনো সম্পর্ক যদি দেখানো হয় না, যেখানে প্রেম নেই— এমন কোনো গল্প হলে তিনি শাকিবের সঙ্গে কাজ করবেন বলে জানান দীঘি। বলেন, ‘একদম কমার্শিয়াল সিনেমা, তাই বলে প্রেম-রোমান্স করা ঠিক হবে না।’

তবে শুধু শাকিব খান নয়, জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দীঘি। এ বিষয়ে নায়িকা বলেন, ‘জায়েদ খানের সঙ্গেও রোমান্স সম্ভব নয়। কারণ তাকেও আমি চাচ্চু বলে ডাকি।’

২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু হয়েছিল দীঘির। সেখানে তিনি প্রয়াত নায়ক মান্নার মেয়ের ভূমিকায় ছিলেন। এরপর বেশ কিছু সিনেমায় তাকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। তিনবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মাঝে দীর্ঘ একটা বিরতি দিয়ে ২০২১ সালে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে প্রাপ্তবয়স্ক নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন দীঘি। এরপর কাজ করেন ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি।

(ঢাকাটাইমস/২৪জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা