ডিএমপির উত্তরা বিভাগের ডিসি আশরাফুল আজীম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিযুক্ত হয়েছেন কাজী আশরাফুল আজীম। সোমবার (২৪ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আশরাফুল আজীমকে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হলো।
কাজী আশরাফুল আজীম বিসিএস পুলিশ ক্যাডারের ২৪তম কর্মকর্তা। তিনি ২০০৫ সালের ২ জুলাই পুলিশে যোগ দেন।
২০১৮ সালের ৭ জুন শেরপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পান। পরে তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ জারি হলেও পরে তা বাতিল করে নরসিংদী জেলায় বদলি করা হয়।
২০২১ সালে ২১ জানুয়ারি নরসিংদীতে কর্মস্থলে যোগ দেন কাজী আশরাফুল আজীম। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুলকে পুরস্কৃত করে বাংলাদেশ পুলিশ।
কাজী আশরাফুল আজীমের জন্ম ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। তার বাবা কাজী আশরাফুল আজম পৌর মেয়র।
(ঢাকাটাইমস/২৪জুন/এসএস/এসআইএস)

মন্তব্য করুন