সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: টু্কু

সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার বিকালে আশুলিয়ায় ঢাকা জেলা যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
যুবদলের সদ্য সাবেক এই সভাপতি বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ; তার জন্য দায়ী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানবধিকার সংস্থা, বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাকে সাজা দিয়ে বন্দি করে রেখেছেন।
টুকু বলেন, ‘একজন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ১০ বছর সাজাপ্রাপ্ত হয়েও দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারেন। অথচ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ষড়যন্ত্র ও প্রতিহিংসামূলক মামলা দিয়ে তাকে গৃহবন্দি করে রেখেছে এই অবৈধ সরকার। তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই অবৈধ, ভোটচোর সরকার।’
তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এই অবৈধ ফ্যাসিস্ট ভোটডাকাত সরকারকে পরাজিত করা হবে উল্লেখ করে টুকু সবাইকে সর্বাত্বক আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. আইয়ুব খানের সঞ্চালনায় ঢাকা জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৫জুন/জেবি/এসআইএস)

মন্তব্য করুন