খালেদা জিয়ার মুক্তি দাবি
সমাবেশে আবু আশফাকের নেতৃত্বে ঢাকা জেলা বিএনপির ব্যপক শোডাউন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনের সমাবেশে শনিবার ব্যাপক শোডাউন করেছে ঢাকা জেলা বিএনপি। এদিন সমাবেশ শুরুর আগেই হাজারো নেতাকর্মী নিয়ে মিছিলসহ সমাবেশে যোগদান করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ঢাকা জেলা বিএনপির মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ জামান স্বপন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাসেত দেওয়ান, সাধারণ সম্পাদক আলহাজ্ব গফুর মিয়া, এছাড়াও আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, দোহার থানা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাছুম ও যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি (ঢাকা বিভাগীয়) রেজাউল করিম পলসহ ঢাকা জেলা বিএনপির সব ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে দেওয়া বক্তব্যে আবু আশফাক বলেন, ‘সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তারের মাধ্যমে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মেরেছে। আজ খালেদা জিয়াকে বন্দি করে দেশের সার্বভৌমত্ব বিক্রির চক্রান্ত চলছে। যতদিন খালেদা জিয়া মুক্তি না পাবে ততদিন এদেশের মানুষ মুক্ত হবে না। মানুষ ফিরে পাবে না তার বাকস্বাধীনতা। তাই দেশকে বাঁচাতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে খালেদা জিয়াকে মুক্ত করতেই হবে। এর কোনো বিকল্প নেই। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শুরু হয়েছে। যে আন্দোলন ব্যর্থ হতে পারে না।’
(ঢাকাটাইমস/২৯জুন/জেবি/এসআইএস)

মন্তব্য করুন