ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৪, ২২:৫১
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে হওয়া চুক্তি ও সমঝোতাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী অ্যাখা দিয়ে তা বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার সন্ধায় পল্টন এলাকায় এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের আহবায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামান বলেন, ভারতের সঙ্গে করা রেল ট্রানজিট চুক্তিটি আমাদের দেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এই চুক্তির ফলে দেশে নিরাপত্তা বিঘ্নিত হবে। এসব চুক্তি বাতিল করতেই হবে। যেখানে জনগণের কোনো স্বার্থ নেই, সেই চুক্তি দেশের জনগণ মানবে না।

সদস্য সচিব ফারুক হাসান বলেন, আওয়ামী সরকার বাংলাদেশটাকে ভারতের একটি করদ রাজ্য বানিয়েছে। দেশ এখন আওয়ামী লীগ নয়, ভারতের কথায় পরিচালিত হচ্ছে। দেশ বিরোধী কোনো চুক্তি আমরা মানব না। এসব চুক্তি বাতিল না করলে সব দলকে নিয়ে প্রতিরোধ আনন্দোলন গড়ে তোলা হবে।

গণ অধিকার পরিষদ নেতা তারেক রহমান বলেন, এই চুক্তির মাধ্যমে আওয়ামী এদেশকে ভারতের কাছে লিখে দিয়ে আসছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করেছে। এই মানি না মানব না।

আরও বক্তব্য দেন গণনেতা আতাউল্লাহ, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, আবুল কালাম রুহানি, যুবনেতা সাকিব হোসাইন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯জুন/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের আলোচনায় সেই হ্যাপি, মুফতি স্বামীর বিরুদ্ধে মামলা
এলো পোস্টার, কবে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন?
আগামী পাঁচ দিন ঝরবে বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা