নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাত নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের আলাইপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
জেলা বিএনপির নেতারা জানান, শান্তিপূর্ণ সমাবেশে আগত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে নৃশংসভাবে হাত ও পায়ে কুপিয়েছে তারা। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকেও আহত করেছে দুর্বৃত্তরা। অপর আহতরা হলেন, জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চপল, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলু।
এছাড়া সমাবেশে যোগ দিতে আসা অসংখ্য নেতাকর্মীকে শহরের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলেও দাবি বিএনপি নেতাদের।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন দেওয়ান শাহীন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, চপলসহ সাতজনকে নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে। আমরা এর বিচার চাই।’
এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপির পূর্বনির্ধারিত একটি কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুসহ ৩ জনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। জেনেছি তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে। কারা হামলা চালিয়েছে তা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের আহতের বিষয়টি জানা নেই।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।
(ঢাকাটাইমস/০৩জুলাই/এমআর)

মন্তব্য করুন