মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ১৭:৩৭| আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৭:৪৫
অ- অ+

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানাতে বেশ পটু মুস্তাফিজুর রহমান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন বাঁহাতি এই পেসার। টি-টোয়েন্টিতে কার্যকরী মুস্তাফিজের তাই প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক পেসারের কাছে ২০ ওভারের ক্রিকেট মুস্তাফিজ বেশ ভালো।

এক ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ের সেরা কিছু বাঁহাতি পেসারদের নিয়ে কথা বলেছেন ওয়াসিম আকরাম। সেখানে উঠে আসে মুস্তাফিজের কথা। আকরামের মতে, মুস্তাফিজের কাটার এতটা কার্যকর হয় তার অনুশীলনের জন্য।

পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, '(কাটার এত কার্যকরী হওয়ার কারণ) অনুশীলন ও ছদ্মবেশী। বল করার আগে তার অ্যাকশন পরিবর্তন হয় না, আঙুল খোলে না, চাইলে খুলে করতে পারে। এসব কারণেই সে ধারাবাহিক। তার চোট সমস্যা আছে, তার টেস্টে আগ্রহ নেই।'

টি-টোয়েন্টিতে মুস্তাফিজ যে খুব ভালো বোলার সেটাও বলেছেন ওয়াসিম। তিনি বলেন, 'যেহেতু আমরা এখানে টি-টোয়েন্টি নিয়ে কথা বলছি, সেখানে সে খুবই ভালো। বিশেষ করে তার কাটার। এখন সে ইনসুইংও শিখে গেছে। নতুন বলে সেটা হয়তো তেমন নজরে পড়ে না। ইনসুইং শেখার জন্য সে খুব অনুমেয় হয়ে গিয়েছিল।'

বাংলাদেশের হয়ে ১০৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সেখানে ৭.৪০ ইকোনমিতে ১২৮ উইকেট পেয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেও নাম কুড়িয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/০৪ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা