বাংলাদেশ দূতাবাস ডেনমার্কে বৈশাখী মেলা অনুষ্ঠিত

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৪, ১২:১৯
অ- অ+

বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক কর্তৃক আয়োজিত বাঙালির প্রাণের ছোঁয়া বৈশাখী উৎসব দূতাবাসের নিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

দূতাবাসের রাষ্টদূত একেএম শহীদুল করিমের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শনিবার রোদেলা দুপুরে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এবং বাহারি সাজে সেজে ওঠে বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের প্রাঙ্গণ। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির মোড়কে মোড়ানো সাংস্কৃতিক আয়োজনে কিছু সময়ের জন্য মেতে উঠেন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। যার মাধ্যমে প্রবাসের মাটিতে দূতাবাস প্রাঙ্গণ একখন্ড বাংলাদেশে পরিণত হয়।

অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত বাঙালি ভাবীদের সহযোগীতা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্বাদের দেশীয় খাবারের মাধ্যমে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের আপ্যায়ন করা হয়।

বৈশাখী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ছোট বড়দের কবিতা, নাচ ও গান পরিবেশনা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দূতাবাস প্রাঙ্গণ পরিণত হয় বাঙালির মিলনমেলায়। বিদেশের মাটিতে সংস্কৃতি ও ঐতিহ্য লালনের পাশাপাশি দেশীয় হরেক রকম খাবার খেয়ে উৎফুল্ল প্রকাশ করে প্রবাসী বাংলাদেশিরা এবং তারা আগামীতে আরও বেশি বেশি এই রকম আয়োজন চান।

দূতাবাসের রাষ্টদূত একেএম শহীদুল করিম বলেন, বৈশাখী অনুষ্ঠান আয়োজনে আমাদের একটা উদ্দেশ্য থাকে, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে নতুন প্রজেন্মর কাছে তুলে ধরা। বিদেশে থাকা সত্ত্বেও বৈশাখে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের যে স্বাদ-সংস্কৃতি, পোশাক-আশাক সবকিছু আমরা অনুভব করতে পারি আর সেইজন্য এই আয়োজন। যেভাবে সবাই বৈশাখী সাজে সেজেছেন সাথে ষোল আনা বাঙালি খাবারের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্দেশ্য সফল হয়েছে।

ডেনমাক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার ও সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক প্রতিবছরই এই রকম আয়োজন করে থাকে। বাঙালির ঐতিহ্যগুলো তুলে ধরা হয় এই রকম আয়োজনের মাধ্যমে। প্রবাসে বসবাসরত বাঙালি প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতি ও ইতিহাসের শেকড়ে আবদ্ধ রাখার জন্যই এই আয়োজন।

বৈশাখী অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলার জন্য দূতাবাসের প্রেসিডেন্ট সাকিব সাদাকাত উপস্থিত সকল প্রবাসীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

(ঢাকা টাইমস/০৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা