রূপগঞ্জের সেই আস্তানার প্রধান জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ১১:৪৩| আপডেট : ১০ জুলাই ২০২৪, ১১:৫০
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সেই আস্তানার প্রধান জাভেদ ওরফে আবীর ওরফে এনামুলকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার সকালে আবীর ওরফে এনামুলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের বরপা জঙ্গি আস্তানার প্রধান জাভেদ আবীর ওরফে এনামুলকে গ্রেপ্তার করেছে এটিইউ। দুপুরে ব্রিফিং করে তার বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

এর আগে ২ জুলাই সকাল থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রূপগঞ্জের বরপার আড়িয়াবো এলাকার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও করে রাখেন এটিইউ। ওইদিন বিকালে বাড়িটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত টিম ভেতরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে। অভিযানে তিনটি আইডি বোমা, চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/১০জুলাই/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা