পাকিস্তানি কিংবদন্তি রাহাত ফাতেহ আলী খান ঢাকায় আসছেন

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ১২:৪৪
অ- অ+

কাওয়ালী সংগীতের কিংবদন্তি গায়ক রাহাত ফাতেহ আলী খান ঢাকায় আসছেন আগামী ২০ জুলাই। এদিন বাই হেয়ার নাউ (বিএইচএন) নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নেবেন এই পাকিস্তানি ও বলিউড প্লেব্যাক সিঙ্গার।

বাই হেয়ার নাউ (বিএইচএন) তাদের একটি ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। লিখেছে, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’

ওই পোস্টে রাহাত ফাতেহ আলী খানের একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্ক। যেখানে প্রি-রেজিস্টেশন চলছে।

এ বিষয়ে বিএইচএন-এর কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি গণমাধ্যমকে জানান, ‘রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি-রেজিস্টেশন চলছে এখন। পরে টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেওয়া হবে।’

রাহাত ফাতেহ আলী খান দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক। তার কাওয়ালি সংগীত বিশ্বজুড়েই পরিচিত। পাকিস্তানের পাশাপাশি বলিউডেও অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১০জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণ ইসলামি স্কলার হিসেবে সারা বিশ্বে পরিচিত এম মাজহারুল ইসলাম 
লক্ষ্মীপুরে ইলিশের জালে ধরা পড়ল ৮৪ কেজির শাপলা পাতা মাছ
শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা