নতুন নির্বাচক কমিটি ঘোষণা পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ১০:৩০
অ- অ+

কদিন পর পরই পাকিস্তান ক্রিকেটে বোর্ডে (পিসিবি) বিভিন্ন পদে রদবদল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান দলের নির্বাচক কমিটি থেকে দুই সদস্যকে সরিয়ে দিয়েছে পিসিবি। বিশ্বকাপ ব্যর্থতায় ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করার সপ্তাহ না পেরোনোর আগেই নতুন নির্বচাওকদের নাম ঘোষণা করেছে পিসিবি। যেখানে জায়গা পেয়েছেন সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক।

তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে থাকছেন পাকিস্তান দলের দুই কোচ জেসন গিলেস্পিও গ্যারি কারস্টেন। পাকিস্তান দলের সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ ও সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও নির্বাচক প্যানেলে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

আগের নির্বাচক প্যানেলে থাকা বিলাল আফজালকে পিসিবিতে নতুন দায়িত্ব দেয়া হবে। সেই সঙ্গে ডাটা অ্যানালিস্ট হাসান চিমা এবং ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট উসমান ওয়াহলাকেও নির্বাচক কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পাশাপাশি নির্বাচক কমিটিতে কিছু নীতিগত পরিবর্তনও আনছে পিসিবি। নতুন নীতির আওতায় নির্বাচক কমিটির চেয়ারম্যানের প্রভাব থাকবে সীমিত গণ্ডির মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনে প্রভাব রেখেছিলেন ওয়াহাব। ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স নিশ্চিত না করে দল নির্বাচনে ব্যক্তিগত প্রভাব রাখার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের সঙ্গে ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব এবং ড্রেসিংরুমে অস্বস্তিকর পরিবেশের কারণে আলোচনায় ছিলেন বাবর আজমরা। টুর্নামেন্টের মাঝপথে পুরো দলকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে রেখেছিল পিসিবি। সেই অনুযায়ী আগের নির্বাচক কমিটিকে ছাঁটাই করে নতুন কমিটি ঘোষণা করেছে তারা।

নতুন কমিটির দায়িত্ব শুরু হবে বাংলাদেশ বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট করাচিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট।

ইউসুফ পাকিস্তানের সফল ব্যাটারদের একজন। ২৮৮ ওয়ানডেতে ২৭৩ ইনিংসে করেছেন ৯৭২০ রান, গড় ৪১.৭১। ৯০ টেস্টে ১৫৬ ইনিংসে ৭৫৩০ রান তাঁর, গড় ৫২.২৯। ৩ টি-টোয়েন্টিতে করেছেন ৫০ রান। তিন সংস্করণ মিলিয়ে ৩৯টি সেঞ্চুরি আছে ইউসুফের।

শফিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে। টেস্টে মিডল অর্ডারে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। ৭৭ টেস্টে ৪৬৬০ রান তাঁর। ১২ সেঞ্চুরির পাশাপাশি ফিফটি আছে ২৭ টি। ৬০ ওয়ানডেতে করেছেন ১৩৬০ রান, ১০ টি-টোয়েন্টিতে ১৯২ রান।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা