কোপা আমেরিকা: ফাইনালে আগ্রাসী না হতে কলম্বিয়ান সমর্থকদের প্রতি স্ক্যালোনির আহ্বান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ১৮:০৬
অ- অ+

পর্দা নামছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। যেখানে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ফাইনালে চলমান কোপার দ্বিতীয় সেমিফাইনালের সে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। আগ্রাসী আচরণ না করে কলম্বিয়ান সমর্থকদের খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঞ্চ প্রস্তুত, প্রস্তুত দুদল। এক দলের সামনে লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের এই লড়াই সর্বোচ্চ শিরোপাধারী হওয়ার মিশন, আর অন্য দলটার লক্ষ্য নিজেদের ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় শিরোপা উচিয়ে ধরার। তাই কোপা ফাইনালের এই রোমাঞ্চকে অন্য কোনো ম্যাচের সঙ্গে মেলানো সম্ভব না। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এই ফাইনালটা আরও বেশ কয়েকটি কারণে বিশেষ। আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডি মারিয়ার শেষ ম্যাচটায়, তাকে যে খালি হাতে বিদায় দিতে চায় না লিওনেল স্ক্যালোনির দল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইতিহাস গড়ার ক্ষণ গুনছে আর্জেন্টিনা। এই লড়াইটা যে শুধু ফুটবলারদের, তা নয়। বরং মাঠের ফুটবল ছাপিয়ে ডাগআউটেও চলবে এই লড়াই। কেননা, দুই আর্জেন্টাইন লিজেন্ড লিওনেল স্ক্যালোনি আর নেস্তোর লরেঞ্জেরও পরীক্ষার মঞ্চও এটা। ফাইনালের মহারণের আগে তাই হাড্ডহাড্ডি লড়াইয়েরই আভাস দিয়ে রাখলেন দুই কোচ।

আরও পড়ুন: ডি মারিয়ার শেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চান মেসি

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেউ কাউকে এক চুলও ছাড় দিতে নারাজ। আর সেজন্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা স্ক্যালোনির। নিজের বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবে আক্রমণভাগের দায়িত্বে থাকবেন আনহেল ডি মারিয়া। তাকে সঙ্গ দেবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন গঞ্জালো মন্টিয়েল, তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোরা। তবে সেমিফাইনালে চোট পাওয়ায় মন্টিয়েলকে পাওয়া নিয়ে রয়েছে আশঙ্কা। যদিও, ফাইনালে মাঠে নামার আগে উগ্র কলম্বিয়ান সমর্থকদের নিয়ে চিন্তিত আর্জেন্টিনা। বিশেষ করে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ান সমর্থকরা গ্যালারিতে থাকা উরুগুয়ের ফুটবলারদের পরিবারের ওপর চড়াও হয়েছিল। যাকে কেন্দ্র করে মারামারির ঘটনাও ঘটেছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘একটা ফাইনালের গুরুত্ব সবারই জানা। আমরা প্রাণপণ চেষ্টা করে যাব নিজেদের সেরা ফুটবল খেলার। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভরশীল হয়ে না, একটা দল হয়ে খেলব আমরা। চেষ্টা থাকবে, রক্ষণের শক্তি বাড়িয়ে জয় ছিনিয়ে নেয়ার। তবে এই ফাইনালে আমি আশা করব, কলম্বিয়ান সমর্থকরা আর কোনো আগ্রাসী আচরণ করবেন না। যা ম্যাচের সৌন্দর্য নষ্ট করে। আশা করব, আর্জেন্টিনা ও কলম্বিয়ার সমর্থকরা মুহূর্তটা উপভোগ করবে।’

এদিকে ফাইনালটা কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না কলম্বিয়া। ম্যাচটি মাঠে গড়াবে সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায়।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা