রহস্যজনক পোস্টে কাকে জঙ্গলে পালাতে বললেন ন্যান্সি?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, ১২:৪৭
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো এক নারীকে উদ্দেশ্য করে শিয়ালের ছবিসহ রহস্যজনক পোস্ট দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সেই নারীকে তিনি ‘কুটনি বুড়ি’ এবং ‘শিয়াল রানী’ বলে কটাক্ষ করেছেন। প্রাণ নিয়ে জঙ্গলে পালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন।

রবিবার রাতে দেওয়া পোস্টে যা লিখেছেন ন্যান্সি

‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি, শিয়াল রানী। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী।’

‘মানের ভয় তোমার নেই জানি, কিন্ত যতটুকু মান অবশিষ্ট আছে আমি প্রমাণসহ মুখ খুললে সেটাও থাকবে না! তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যেকোনো সময় জনগণের কাছে রাম প্যাদানি খাবে। সতর্ক বার্তা প্রচারে....সুস্থ শিল্প সমাজ।’

এখন প্রশ্ন হলো, কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন ন্যান্সি? গায়িকা তা প্রকাশ না করলেও আরেক গায়িকা কোনাল বোধহয় সেই নারীকে চিনতে পেরেছেন। তাই তো তিনি ন্যান্সির পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন।

পোস্টের ক্যাপশনে কোনাল লিখেছেন, ‘ন্যান্সি আপু ফিরে এসেছে। বহুরূপী, মিথ্যুক, হিপোক্রেটরা আসলে বোঝে না, অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না। রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে! মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না!’

কিন্তু কে সেই নারী? কাকে উদ্দেশ্য করে ন্যান্সি এবং কোনালের এমন পোস্ট? নেটগেরিকদের অনেকের মন্তব্যে উঠে এসেছে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার নাম। সম্প্রতি তিনি শাকিব খানের ‘তুফান’ সিনেমায় ‘দুষ্টু কোকিল’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

এদিকে, ন্যান্সিও তার পোস্টে ‘কোকিল’ শব্দটি ব্যবহার করেছেন। সে কারণে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকের মন্তব্য, ‘দুষ্টু কোকিল’ গানের গায়িকা কনাকে উদ্দেশ্য করেই ন্যান্সির ওই পোস্ট। কিন্তু দুই শিল্পীর মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব, সেইটাই প্রশ্ন। উত্তর মিলবে শিগগিরই।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক প্রশিক্ষণে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতির তাগিদ দিলেন বিমান বাহিনী প্রধান
সিরাজদিখান-কেরানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদে ড্রেজার ভাঙচুর গ্রামবাসীর
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে শিগগিরই সুরক্ষা আদেশ: উপদেষ্টা রিজওয়ানা হাসান
যশোরে শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা