থাইল্যান্ডে বিলাসবহুল হোটেল থেকে ৬ পর্যটকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১২:২৭| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪:১৩
অ- অ+

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিলাসবহুল গ্রান্ড হায়াত ইরায়ান হোটেল থেকে ছয় পর্যটকের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন ভিয়েতনামের নাগরিক, দুইজন ভিয়েতনামের বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার হোটেলটির একটি কক্ষে ভেতর থেকে পাঁচটি মরদেহ পাওয়া গেছে। একটি দেহ ঘরের বাইরে ছিল।

ফরেনসিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট বলছে, ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি। তবে প্রত্যেকেরই দেহে বিষের অস্তিত্ব পাওয়া গেছে।

এদিকে মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। কিন্তু তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পুলিশ জানিয়েছে, হোটেলের কর্মীদের কাছ থেকে ফোন পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে যান এবং মরদেহগুলো উদ্ধার করেন। নিহত সকলেরই মঙ্গলবার হোটেল ছাড়ার কথা ছিল এবং তাদের ব্যাগ গোছানো ছিল। ঘরে খাবারও মিলেছে। রুম সার্ভিসে ফোন করে ওই খাবার আনানো হয়েছিল বলে জানা গেছে। কিন্তু খাবার খাওয়া হয়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা নয়। বিষ দিয়ে ছয়জনকে হত্যা করা হয়েছে। ওই দলের সঙ্গে আরও এক সদস্য যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, ব্যাংককে আগত পর্যটকদের প্রথম পছন্দ গ্র্যান্ড হায়াত হোটেল। বহু পর্যটক এই হোটেলে ওঠেন। এই ঘটনার প্রভাব যাতে পর্যটনে না পড়ে, তার দিকে কড়া দৃষ্টি রেখেছে থাই সরকার। প্রধানমন্ত্রী সমস্ত এজেন্সিকে দ্রুত এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র: রয়টার্স, ডয়চে ভেলে

(ঢাকাটাইমস/১৭জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা