ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

আবারও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা । এসময় বরিশালের বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজের কয়েকশত শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেন।
বুধবার আন্দোলনকারীরা প্রথমে হল থেকে শিক্ষার্থীদের জড়ো করেন। এসময় হলের প্রাধ্যক্ষদের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা যায় তাদের। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মহাসড়ক অবরোধ করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাধারণ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে এবং কোটার এক দফা দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহাসড়ক অবরোধ করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।
কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় শুভ বলেন, আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই সারা বাংলাদেশে যখন শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবিতে রাস্তায় নেমেছিল তখন শিক্ষার্থীদের উপর যে অত্যাচার বাংলাদেশের পুলিশসহ ক্ষমতাসীন ছাত্র সংগঠন করেছে সেটা খুবই ন্যাক্কারজনক এবং শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশ এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
তিনি আরও বলেন, পুলিশি হামলার আশঙ্কা আমাদের আছে। আমরা আমাদের দাবিটাকে যৌক্তিক মনে করি এবং আমাদের যে ভাইয়েরা রাস্তায় জীবন দিয়েছে তাদের খুনের বদলা আমরা রাজপথে নিতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। তাতে পুলিশসহ আরও যত হুমকি আসুক আমাদের দেখতে সমস্যা নেই।
(ঢাকাটাইমস/১৭জুলাই/পিএস)

মন্তব্য করুন