জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ০৮:২৬| আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৮:২৯
অ- অ+

দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের মেইন ভোকাল সংগীতশিল্পী ও সুরকার শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়েছে।

গণমাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন শাফিন আহমেদের বড় ভাই মাইলস ব্যান্ডের আরেক সদস্য হামিন আহমেদ। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শাফিন আহমেদ। দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যুকালে এই রকস্টারের বয়স হয়েছিল ৬৩ বছর।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তিনি ব্যান্ডদল মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। মাইলস ব্যান্ডের বাইরে সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেন এই শিল্পী। এছাড়া বেশকিছু সলো এবং মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।

শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি।

প্রয়াত এই গায়কের মা সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকে শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন, আর মার কাছে শিখেছেন নজরুলগীতি।

সংগীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন শাফিন আহমেদ। ২০১৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন। এরপর ২০১৮ সালে যুক্ত হন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে। দুটি দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন আহমেদ।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা