বাড়িতে গুলির ঘটনা নিয়ে জবানবন্দিতে যা বললেন সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বাড়ি গ্যালিক্সতে সন্ত্রাসীদের গুলি চালানোর ঘটনা নিয়ে গত চার মাস ধরে আলোচনা তুঙ্গে। ওই ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তার মধ্যে একজন মারাও গেছে। সেই গুলির ঘটনা নিয়ে এবার জবানবন্দি দিলেন সালমান।
ভারতীয় গণমাধ্যমের খবর, বুধবার মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চে দেওয়া জবানবন্দিতে অভিনেতা বলেছেন, ‘আমি একটা বাজি ফাটানোর মতো আওয়াজ পেয়েছিলাম। তারপর ভোর ৫টার দিকে দেহরক্ষী জানালেন, দুজন লোক গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দোতলার বারান্দা লক্ষ্য করে গুলি চালিয়েছে।’
সালমান জানান, ‘এই ঘটনার আগেও আমাকে এবং আমার পরিবারকে টার্গেট করা হয়েছে। পরে জানতে পারলাম, বিষ্ণুই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। তাই মনে হয়, বিষ্ণুই গ্যাংই গুলিটা চালিয়েছিল।’
জবানবন্দিতে ভাইজান আরও জানান, ‘শুধু এবারই নয়, গ্যাংদের সেই পোস্টে তার পরিবারকে খুন করার কথা জানিয়েছিল লরেন্স বিষ্ণুইয়ের সদস্যরা।’ সালমান মনে করেন, তাকে খুন করে সন্ত্রাসীরা তার পরিবারের বাকিদেরও খুন করার পরিকল্পনা করেছিল। এবারের ঘটনার পরে তিনি নাকি বাড়ির প্রত্যেক সদস্যকে সর্বদা সতর্ক থাকার পরামর্শও দিয়েছিলেন।
লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের কাছ থেকে এর আগে দুই দফায় খুনের হুমকি পেয়েছেন সালমান ও তার পরিবারের সদস্যরা। সে কথা স্মরণ করে অভিনেতা বলেন, ২০২৩ সালের মার্চ মাসে আমার এক কর্মচারীর অফিশিয়াল মেইলে একটি মেইল আসে। সেখানেও বিষ্ণুই গ্যাংয়ের পক্ষ থেকে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়। এরপর আমার ওই কর্মচারী বান্দ্রা থানায় এ নিয়ে একটি মামলা করেন।
যে কারণে সালমানের উপর ক্ষিপ্ত বিষ্ণোই গ্যাং
১৯৯৮ সালে একটি সিনেমার শুটিংয়ে রাজস্থানের যোধপুরে গিয়ে একটি কৃষ্ণসার হরিণকে সালমান খান গুলি করে মারেন বলে অভিযোগ। এই জাতের হরিণ রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের মানুষের কাছে দেবতূল্য। সে কারণেই এই সম্প্রদায়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কয়েক বছর ধরে সালমানকে হত্যার চেষ্টা করে আসছেন, দিচ্ছেন হুমকি।
গ্যাংস্টার লরেন্স অবশ্য দিল্লির তিহার জেলে বন্দি। কিন্তু সেখানে বসেই নাড়ছেন কলকাঠি। গ্যাংয়ের সদস্যদের দিয়ে বারবার সালমানকে এবং তার পরিবারকে দিচ্ছেন খুনের হুমকি। তার নির্দেশেই গত ১৪ এপ্রিল ভোরে গুলি চালানো হয় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে, যেখানে পুরো খান পরিবার থাকেন।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এজে)

মন্তব্য করুন