জনপ্রিয় জুটি তৌকীর-বিপাশার দাম্পত্যের ২৫ বছর পার

ছোটপর্দার একসময়ের অত্যন্ত জনপ্রিয় জুটি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। নব্বইয়ের দশকে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে তাদের একসঙ্গে দেখা যায়। সেই থেকে বন্ধুত্ব। তারপর কাছে আসা, ভালোবাসা, ঘর বাধা। ১৯৯৯ সালের ২৩ জুলাই একে অন্যকে সারাজীবনের জন্য আপন করে নিয়েছিলেন তৌকীর-বিপাশা। গেল মঙ্গলবার তাদের দাম্পত্য জীবনের ২৫ বছর পার হয়েছে।
দীর্ঘ দুই যুগের বেশি সময়ের দাম্পত্য জীবনে তৌকীর-বিপাশার দুই সন্তান। তাদের নিয়ে কয়েক বছর ধরে আমেরিকা প্রবাসী এই তারকা দম্পতি। তৌকীর-বিপাশার বড় সন্তান ছেলে আরীব আহমেদ। সে গত বছর নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি স্কুল থেকে টুয়েলভ ক্লাস পাস করেছে। মেয়ের নাম আরীষা আহমেদ। সেও নিউইয়র্কের একটি স্কুলে ইলেভেন ক্লাসে পড়ছে।
২৫ বছর আগে ২৩ জুলাই তৌকীর-বিপাশার বিয়েতে দুই পরিবারের পক্ষ থেকে চার হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছিল। বাড়তি অতিথি হাজির হতে পারে ভেবে এক হাজার মানুষের খাবারের বাড়তি ব্যবস্থা করা হয়েছিল। যা সন্দেহ করা হয়েছিল, হয়েছিলও তাই। সারাদেশ থেকে লোকজন এসেছিল তৌকীর-বিপাশার বিয়েতে।
যদিও সব মানুষ খেতে আসেননি সেদিন, এসেছিলেন সে সময়কার অত্যন্ত জনপ্রিয় এ জুটির বিয়ে দেখতে, তৌকীর-বিপাশাকে একনজর দেখতে। বর্তমানে এই দম্পতিকে অভিনয়ে দেখা যায় না। তৌকীর আহমেদ ২০০৪ সাল থেকে চলচ্চিত্র পরিচালনা করছেন। বিপাশা মন দিয়েছেন ছবি আঁকাআঁকিতে।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এজে)

মন্তব্য করুন