সংসদে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে ডাকতেই ক্ষেপে গেলেন তিনি

বলিউডের একজন খ্যাতিমান অভিনেত্রী জয়া বচ্চন। পাশাপাশি রাজনীতিক হিসেবেও তার নামডাক আছে। আবার যত্রতত্র মেজাজ হারানোর জন্যও বেশ আলোচিত তিনি। অনেকে তাকে ‘বলিউডের রাগী আন্টি’ বলে থাকেন। তাই বলে সংসদের মতো জায়গায় মেজাজ হারিয়ে খেঁকিয়ে উঠবেন!
হ্যা, সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের সংসদে। কিন্তু সেখানে কেন মেজাজ হারালেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন?
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জয়া বচ্চনের নাম বলার সময় তার স্বামীর নাম জুড়ে দেন। তাতেই মেজাজ হারিয়ে খেঁকিয়ে ওঠেন অভিনেত্রী। তিনি সকলকে আরও একবার জানিয়ে দিলেন, তার নিজের একটা পরিচয় আছে।
এদিন রাজ্য সভার সেশনে জয়াকে ডাকার সময় হরিবংশ বলেন, ‘শ্রীমতি জয়া অমিতাভ বচ্চন জি আসুন।’ তখনই জয়া উত্তরে বলেন, ‘স্যার খালি জয়া বচ্চন বললেই যথেষ্ট ছিল। কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হলো অফিসিয়ালি তার কী নাম লেখা আছে।’
অভিনেত্রী এদিন আরও বলেন, ‘এই যে নতুন সব ঢং হয়েছে যে মহিলারা স্বামীর নামেই পরিচিত হবেন, যেন ওদের নিজেদের কোনো অস্তিত্ব নেই। ওদের নিজের কোনো উপলব্ধি নেই, অস্তিত্ব নেই। এই যে নতুন যেটা শুরু হয়েছে, এটা জাস্ট...।’ এটুকু বলে থেকে যান তিনি।
কে কী বলছেন?
এই ভিডিও প্রকাশ্যে আসার পর অধিকাংশ মানুষই জয়া বচ্চনের সমর্থনে কথা বলেছেন। এক ব্যক্তি লেখেন, ‘সাহসী।’ আরেকজন লেখেন, ‘কিন্তু অমিতাভ বচ্চনের নামটা কেন যুক্ত করা হলো? যদি উনি ওটা নিজে না যুক্ত করেন তাহলে কে করল?’
আরেক ব্যক্তি লেখেন, ‘উনি (জয়া বচ্চন) কোনো অর্থেই ভুল নন। উনি নিজে একজন সফল অভিনেত্রী। আর সেটা বচ্চন হওয়ার আগেই। যা বলেছেন একদম ঠিক বলেছেন।’ এভাবে অনেকেই সামাজিক মাধ্যমে জয়ার সমর্থনে কথা বলেছেন। অনেকে আবার বিপক্ষেও বলেছেন।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এজে)

মন্তব্য করুন