ডিএমপির ৩ থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। নতুন ওসি পদায়ন করা থানাগুলো হলো ধানমন্ডি, রামপুরা ও দক্ষিণখান।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব বদলি করা হয়।
আদেশে ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক এবং দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে পদায়ন করা হয়েছে।
একই দিন অপর এক আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সহিংসতার পর গত রবিবার পুলিশের ৪ অতিরিক্ত আইজিপি, ৫ অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএম/এফএ)

মন্তব্য করুন