রক্তপাত নয়, আমরা শান্তি চাই: মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১৫:৫৪| আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৬:২০
অ- অ+

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা, অসংখ্য মানুষকে হত্যা এবং শিক্ষার্থীদের ধরপাকড় নিয়ে অবশেষে নিজের মতামত জানালেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ফার্মগেটে শিল্পীসমাজের এক প্রতিবাদ সমাবেশে হাজির ছিলেন তিনি।

ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্যদানকালে মোশাররফ করিম বলেন, ‘আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ। আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত– এগুলো দেখতে চাই না। এসবের বাইরে থাকতে চাই। আমরা শান্তি চাই।’

প্রতিবাদ সমাবেশটির আয়োজন করে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। সেখানে উপস্থিত হয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে জাতীয় সংসদ ভবনের সামনে দাঁড়িয়েছি আমরা। আমরা ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। সব হত্যাকাণ্ডের বিচার চাই। হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার আর হয়রানি বন্ধ চাই।’

বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এদিন সড়কে দাঁড়ান।

মোশাররফ করিম এবং বাঁধন ছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন– আকরাম খান, মোস্তফা সরয়ার ফারুকী, নায়ক সিয়াম আহমেদ, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, ধ্রুব হাসান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিণ, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীলসহ অনেকে।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু
সিআইডির নতুন প্রধান গাজী জসীম উদ্দিন
চাঁদপুর শহরে দিনে সিএনজি অটোরিকশা প্রবেশ নিষেধ
তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা