জামায়াত-শিবির নিষিদ্ধের পর রাজধানীতে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ২০:০০
অ- অ+

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন প্রেক্ষাপটে সন্ত্রাস-নাশকতা ঠেকাতে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ ব্যাপারে ডিএমপির যুগ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা ঢাকা টাইমসকে বলেন, ‘সাম্প্রতিক সহিংসতায় এমনিতেই গত কয়েকদিন ধরেই ঢাকাজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল। এরমধ্যে আজ জামায়াত-শিবিরকে নিষিদ্ধের পর পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। রাজধানীতে কোনোভাবেই যেন কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বিশেষ নজর দেওয়ার পাশাপাশি সতর্কতার সঙ্গে কাজ করাতে সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে রাজধানীতে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘যে কোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।’

এর আগে বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াত ১৯৭২ সালেও নিষিদ্ধ হয়েছিল। পরে জিয়াউর রহমানের আমলে দলটি রাজনীতি করার অধিকার ফিরে পায়। এরপর নানা সময়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি ছিল। এখন নিষিদ্ধ হওয়ায় চার দশক পর সেই দাবি পূরণ হলো।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
যশোরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
হাসিনামুক্ত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রয়োজন নেই: জাগপা
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা