মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

​​​​​​​মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ২১:০৫
অ- অ+

ধর্ষণ মামলায় মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের পরিষদের সদস্য মো. মোজাম্মেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন।

এর আগে বুধবার রাতে ইউপি সদস্যকে ওই নারীর বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য মোজাম্মেল আটিগ্রাম ইউনিয়নের ফারিরচর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি আটিগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, গত আট বছর আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছেন। তার এক ছেলে ও এক মেয়েকে বিয়ে দিয়ে তিনি নিজ বাড়িতেই থাকতেন। দীর্ঘদিন ধরে ইউপি সদস্য মোজাম্মেলের সঙ্গে তার পরিচয়। মোবাইলে তারা একে অপরের সঙ্গে কথা বলতেন। একপর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। মোজাম্মেল তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। অন্যদিনের ন্যায় বুধবার রাতেও মোজাম্মেল ওই নারীর বাড়িতে যায়। এর কিছুক্ষণ পরেই এলাকাবাসী বাইরে থেকে ঘর তালা দিয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ইউপি সদস্যকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, মোজাম্মেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/০১আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা