কুমিল্লায় শিক্ষার্থীদের গণমিছিলে অংশ নিল সর্বস্তরের মানুষের
কুমিল্লায় গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ।
শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর ঝাউতলা ছাতা মসজিদের সামনে থেকে পূর্বনির্ধারিত এ গণমিছিল শুরু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত গণমিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নিতে দেখা গেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরী কান্দিপাড় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।’
এ প্রসঙ্গে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, নগরীর ঝাউতলা ছাতা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রেইসকোর্স বাদশা মিয়ার বাজার হয়ে পুনরায় পুলিশ লাইন স্কুল গেটের সামনে এসে ইউটার্ন করে ফ্লাইওভারের মাথায় অবস্থান নেয়। পরে পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করে চলে যায়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঢাকাটাইমস/০২আগস্ট/পিএস