ফরিদপুর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার দুপুর দুইটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি জামাত চক্র দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঠে নামিয়ে দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস, নাশকতা এবং জ্বালাও পোড়াও করছে। এর মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। মূলত তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। বক্তারা বলেন, এর অবসানে আপনাদের সবাইকে মাঠে নামতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। দেশের জনগণকে বিএনপির জামায়তের এ নাশকতা প্রতিহত করতে হবে। আপনারা ঘরে বসে থাকবেন না। বিএনপি জামাত চক্র কোটা সংস্কার আন্দোলনে নামে সাধারণ ছাত্রদের মাঠে নামিয়ে দিয়েছে। তারা ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের উন্নয়নকে ব্যাহত করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বক্তারা অবিলম্বে বিএনপি জামায়াতের এসব কার্যকাণ্ড প্রতিরোধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ শহীদুল্লাহ।
ঢাকাটাইমস/০২আগস্ট/পিএস