জামায়াত-শিবিরের বিরুদ্ধে যেসব অভিযোগ  করলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ০২:১২
অ- অ+

সদ্য নিষিদ্ধ জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে শুক্রবার পরিকল্পিতভাবে সহিংসতা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাতে দলের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এসব সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে। তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে। খুলনায় পুলিশের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এছাড়াও জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে।

‘এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও অনুরোধ করেন ওবায়দুল কাদের।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা