সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে আজ সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ
চলমান ছাত্র আন্দোলনে সাংবাদিক হতাহত এবং গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার বিক্ষোভ সমাবেশ করবেন সাংবাদিকরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) মহাসচিব কাদের গণি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন সাংবাদিক নিহত ও দুই শতাধিক সাংবাদিক আহত হয়েছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে ঝুলছে মিথ্যা মামলা।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকার ও সরকারের বিভিন্ন বাহিনীর চাপের কারণে গণমাধ্যম সঠিক খবর প্রকাশ করতে পারছে না। সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানী যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
একই দিনে গাজীপুর শহরে রিপোর্ট করার সময় নিহত হন দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার প্রতিবেদক শাকিল হোসেন।
পরদিন ১৯ জুলাই দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনের ছবি তোলার সময় ফ্রিল্যান্স ফটোসাংবাদিক তৌহিদ জামান প্রিয় মাথায় গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
একই দিন দুপুরে সিলেট শহরে একটি মিছিলে গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদ এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিবেদক আবু তাহের তুরাব। এসময় তিনি একটি প্রেস ভেস্ট পরেছিলেন, তা সত্ত্বেও তিনি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এফএ)