ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করলেন জাপার রওশনপন্থিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৯:০৫| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৯:৩২
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির রওশনপন্থি নেতারা। দলটির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ চলমান আন্দোলন সহিংস রূপ নেয়া এবং শিক্ষার্থীসহ এত মানুষ নিহতের জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়ী করেন। এজন্য তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওবায়দুল কাদেরকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের দাবি জানান। একই সাথে সড়ক ও সেতু মন্ত্রীর পদ থেকেও তাকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ছাত্রদের ন্যায্য দাবির প্রতি সমর্থন এবং নারকীয় গণহত্যার প্রতিবাদে' আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান কাজী ফিরোজ রশিদ।

রওশনপন্থি জাপার এই শীর্ষনেতা বলেন, চলমান আন্দোলনে নারকীয় হত্যাকাণ্ডের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আমরা এ কমিটি বাতিল করে সুপ্রিম কোর্টের সিনিয়র কোনো বিচারপতির নেতৃত্বে কমিটি করার দাবি জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে জাপা রওশন অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন, ছাত্রদের ৯ দফা দাবির সঙ্গে আমরা একমত।

৯ দফা দাবির মধ্যে প্রথম দফা ছিল প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া, সেটার সঙ্গে একমত কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই আমরা একমত। আমরা মনে করি ছাত্রদের সকল দাবি যৌক্তিক। এসব দাবি সরকারকে পূরণ করতে হবে।’

সংবাদ সম্মেলনে জাপা রওশন অংশের কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, ডা. রুস্তম আলী ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩আগষ্ট/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা