বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫১ শিক্ষকের সংহতি প্রকাশ

কুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৯:৫৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষক। শনিবার এক বিবৃতি শিক্ষকরা নিজেদের সংহতির কথা জানিয়েছেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিবৃতিতে শিক্ষকরা বলেন, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মোকাবিলায় নজিরবিহীন প্রাণহানি ও হতাহতের ঘটনায় হতাশ, মর্মাহত ও ক্ষুব্ধ।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিহতের সিংহভাগই শিক্ষার্থী এবং ৭৮ শতাংশের শরীরে প্রাণঘাতী গুলির চিহ্ন রয়েছে। একটি গণতান্ত্রি রাষ্ট্রে আন্দোলন ও প্রতিবাদ সামলাতে এমন মরণাস্ত্র ব্যবহার মেনে নেওয়া যায় না।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :