শিক্ষার্থীদের এক দফা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে যানচলাচল বন্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১০:২১

এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা। বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও বৃদ্ধরা।

রবিবার (৪ আগস্ট) সকালে মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সকাল সাড়ে ৯ টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শুধু অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

এদিকে সকালের দিকে কিছুসংখ্যাক ট্রাক ও কার্ভাডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে এসব যানবাহনগুলোকে শিক্ষার্থীরা আটকে রাখে। এর ফলে মহাসড়কে বর্তমানে সুনশান অবস্থা বিরাজ করছে।

রহমতুল্লাহ নামের এক চাকরিজীবী বলেন, ‘অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোনো যানবাহন নেই। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি।’

সৈকত নামে আরেক যাত্রী বলেন, ‘একটা জরুরি কাজে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু কোনো যানবাহন না থাকায় রিকশা দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যস্থলে যেতে হচ্ছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, ‘সকাল থেকে সড়ক আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছে। শনিবার রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম। আমরা যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।’

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

বগুড়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জয়পুরহাটে লুট হওয়া বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার

মানিকগঞ্জে তৃতীয় শ্রেণির কর্মচারীর ১০ কোটি টাকার বাগানবাড়ি!

কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ গ্রেপ্তার

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো সাইফুলের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে প্রয়াত এমপি বাদলের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ

চট্টগ্রামে আন্দোলনে গুলিবর্ষণকারী ‘সন্ত্রাসী মিজান’ গ্রেপ্তার

ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার সঞ্জিতের বাড়ি ভারতে নয় গোপালগঞ্জে

এই বিভাগের সব খবর

শিরোনাম :