গুলি না করার নির্দেশনা চেয়ে রিট: পুলিশকে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১২:৫২
অ- অ+
ফাইল ফটো

শান্তিপূর্ণ বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পুলিশকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

রবিবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদেশে হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। এ বিষয়ে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক সাংবাদিকদের বলেছেন, “আমাদের মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো অবজারভেশন দিয়েছেন। এর মধ্যে প্রথম যেটা, একটি গণতন্ত্রের দেশে বিক্ষোভ করা বা যে কোনো কিছুই করা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা মানতে হবে। শান্তিপূর্ণভাবে যে সংবিধানিক অধিকার রয়েছে- ফ্রিডম অব অ্যাসোসিয়েশন, সেটিকে মানতে হবে।”

অনীক আর হক আরও বলেন, “যে প্রতিরোধের বিষয়, সেটার বিষয়ে বলা হয়েছে, এটাও তাদের সংবিধানের অধিকার।”

আদালত পুলিশকে কিছু নির্দেশনা দিয়েছেন জানিয়ে আইনজীবী আরও বলেন, “কোনো শান্তিপূর্ণ সমাবেশ, আন্দোলন বা মিছিলে পুলিশ তাদের যে নিয়ম রয়েছে তা অনুসরণ করবে এবং তার মধ্যে যেটুকু ফোর্স তাদের করা উচিত তার পরিপ্রেক্ষিতে তারা এর চেয়ে বেশি কিছু করবে না।”

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা