গুলি না করার নির্দেশনা চেয়ে রিট: পুলিশকে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১২:৫২
ফাইল ফটো

শান্তিপূর্ণ বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পুলিশকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

রবিবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদেশে হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। এ বিষয়ে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক সাংবাদিকদের বলেছেন, “আমাদের মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো অবজারভেশন দিয়েছেন। এর মধ্যে প্রথম যেটা, একটি গণতন্ত্রের দেশে বিক্ষোভ করা বা যে কোনো কিছুই করা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা মানতে হবে। শান্তিপূর্ণভাবে যে সংবিধানিক অধিকার রয়েছে- ফ্রিডম অব অ্যাসোসিয়েশন, সেটিকে মানতে হবে।”

অনীক আর হক আরও বলেন, “যে প্রতিরোধের বিষয়, সেটার বিষয়ে বলা হয়েছে, এটাও তাদের সংবিধানের অধিকার।”

আদালত পুলিশকে কিছু নির্দেশনা দিয়েছেন জানিয়ে আইনজীবী আরও বলেন, “কোনো শান্তিপূর্ণ সমাবেশ, আন্দোলন বা মিছিলে পুলিশ তাদের যে নিয়ম রয়েছে তা অনুসরণ করবে এবং তার মধ্যে যেটুকু ফোর্স তাদের করা উচিত তার পরিপ্রেক্ষিতে তারা এর চেয়ে বেশি কিছু করবে না।”

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এএইচ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

গণহত্যা: শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫ অভিযোগ

এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি শাহে আলম তিন দিনের রিমান্ডে

সাবেক গভর্নর, সালমান এফ রহমানসহ বিআইএফএফএলের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ৭ দিনের রিমান্ড আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালপুত্র জ্যোতি চার দিনের রিমান্ডে

ছাত্রদল নেতা জনি হত্যা: আছাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ডে

রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ সংবিধান সংশোধন খুবই জরুরি: অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়ার নাইকো মামলায় সাক্ষী আনতে সময় নিল দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :