ন্যায়বিচার ছাড়া কোনো দেশই উন্নতি করতে পারে না: লিটন দাস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৩:৫৬
অ- অ+

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানীর পর শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। এবার এক দফা অর্থাৎ সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে ছাত্ররা। বাংলাদেশের চলমান এই সংকট নিয়ে উদ্বিগ্ন ক্রীড়াঙ্গনের তারকারাও। শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। এবার আরও একবার এই বিষয়ে মুখ খুললেন তিনি।

গতকাল (শনিবার) বিচারহীনতার সংস্কৃতি নিয়ে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ন্যায়বিচার ছাড়া কোনো দেশই উন্নতি করতে পারে না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন।’

এর আগে লিটন নিজের আরেক পোস্টে লিখেছিলেন, ‘কোথাও কোন রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোনো ভাইবোনদের ওপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার।’

অন্যদিকে গতকাল জাতীয় ক্রিকেট দলের সিনিয়র তারকা মাহমুদউল্লাহ রিয়াদও বার্তা দিয়েছেন। সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ অবশ্য সরাসরি কোনো পক্ষের কথা উল্লেখ করেননি। লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’

উল্লেখ্য, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শুরু হওয়া আন্দোলন চলছে প্রায় মাসখানেক সময় ধরে। নয় দফা নিয়ে শুরু হওয়া সেই আন্দোলন বর্তমানে এক দফায় পরিণত হয়েছে। যেখানে আন্দোলনকারীরা বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেছেন। তাদের আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত নারী-শিশু, শিক্ষার্থীসহ দুইশ’র অধিক মানুষ নিহতের তথ্য জানা গেছে।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা