অসহযোগের সমর্থনে রাজধানীতে রিকশাচালকদের মিছিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পালিত হচ্ছে সর্বাত্মক অসহযোগ। শিক্ষার্থীদের ডাকা এই অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে পাঁচ শতাধিক রিকশাচালক।
রবিবার পৌনে ১২টার দিকে বিভিন্ন স্লোগানে রাজধানীর গুলিস্তান থেকে শুরু হয় মিছিলটি। পরে পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন তারা। তাদের মিছিলে বেশ কিছু যাত্রীও উঠতে দেখা যায়, তারাও রিকশাচালকদের সাথে একই স্লোগান দিতে থাকেন।
কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনে নিরীহ শিক্ষার্থী, শিশু-কিশোরসহ বহু মানুষের হতাহতের ঘটনায় শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রবিবার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।
এই কর্মসূচির সমর্থনে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিদসহ নানা পেশার মানুষ এতে যোগ দিয়েছেন। প্রেসক্লাবের রাস্তা পরিপূর্ণ হয়ে হাইকোর্ট মোড়ে গিয়ে ঠেকেছে। আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে। এছাড়া উত্তরা, বাড্ডা, রামপুরা, সাইন্সল্যাবসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এনবিডব্লিউ)