আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় ভাঙচুর
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর রাজধানীর নিউ ইস্কাটনের বাড়িতে ভাঙচুর করা হয়েছে।
সোমবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, জনতার একটি মিছিল গণভবন যাওয়ার সময় কিছু লোক সাবেক শিল্পমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন। এরপর বাড়িতে থাকা জিনিসপত্রে তারা ভাঙচুর চালান। এসময় বাড়িতে শুধু কাজের লোকজন ছিলেন।
প্রসঙ্গত, সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। দুপুরের দিকে এই খবর ছড়িয়ে পড়লে জনতা গণভবনে প্রবেশ করে। আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতাদের ঘরবাড়ি ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/এলএম)