দেশ ছাড়তে চাননি শেখ হাসিনা: জয়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১২:২৩
অ- অ+

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেছেন, ‘শেখ হাসিনা মোটেও দেশ ছাড়তে চাননি, পরিবারের সদস্যদের জোড়াজুড়িতে তিনি দেশ ছেড়েছেন।’

মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জয় বলেন, তিনি (শেখ হাসিনা) থাকতে চেয়েছিলেন, ‘তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর দিয়ে বলেছিলাম, দেশে থাকা নিরাপদ নয়। আমরা তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম। তাই দেশ ছেড়ে চলে যেতে তাকে রাজি করি।’

তিনি আরও বলেন ‘আমি আজ সকালে তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলেছি। বলেছি, আপনি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি অরাজক’।

সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, তিনি ভালো আছেন, তবে খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক। কারণ তার স্বপ্ন ছিল, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা। এজন্য তিনি গত ১৫ বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন। দেশকে জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত রেখেছিলেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা সোমবার দুপুরে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন। তিনি ভারত থেকে পরে লন্ডনে চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও বাড়ল গুম কমিশনের মেয়াদ
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
রমেকে টিটেনাস সংক্রমণের কারণে আইসিইউ সেবা বন্ধ
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স একসঙ্গে কাজ করবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা