জবির ছাত্র সংসদ অফিসের তালা ভাঙলেন শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৫:৩৮| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৬:০৩
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র সংসদের জন্য বরাদ্দকৃত অফিসের তালা ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা। এরপর অফিসের মধ্যে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও ভাঙচুর করেন তারা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনা ঘটান। অবকাশ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ছাত্র সংসদের অফিসের তালা ইট দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এরপর ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও ভাঙচুর করেন।

বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংসদ গঠিত না হলেও আগে থেকেই অফিস কক্ষটি দখল করে নিজেদের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাকিব হোসেন নামের এক জবি শিক্ষার্থী বলেন, ছাত্র সংসদের জন্য বরাদ্দকৃত অফিস এত দিন ছাত্রলীগ দখল করে রেখেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ তালা ভেঙে তা উদ্ধার করল। স্বৈরাচারের পতন হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের জয় হয়েছে। ছাত্র সংসদের অফিস কক্ষ এখন থেকে সাধারণ শিক্ষার্থীরা ব্যবহার করবে।

(ঢাকা টাইমস/০৬আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা