শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি শিল্পী সংঘ, কঠোর পদক্ষেপ মমর

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১৬:২৬
অ- অ+

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে অবশেষে স্বৈরাচারমুক্ত হয়েছে বাংলাদেশ। পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে পুলিশ এবং দলীয় সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে তিনি হত্যা করেছেন শিক্ষার্থী, শিশু, সাংবাদিক এবং সাধারণ জনতাসহ অসংখ্য মানুষ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। সেই আন্দোলন দমাতে গণহত্যা এবং গণগ্রেপ্তার চালিয়ে সহজে সমাধানযোগ্য বিষয়কে জটিল করে ফেলেন দাম্ভিক শেখ হাসিনা। ফলে শিক্ষার্থীদের ৯ দফা দাবি রূপ নেয় এক দফায়, ‘শেখ হাসিনার পদত্যাগ’।

যৌক্তিক এই আন্দোলনে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। শিক্ষার্থীদের পাশে ছিলেন শেষপর্যন্ত। কিন্তু নির্বিকার ছিল অভিনয়শিল্পীদের নিয়ে গঠিত সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’। মম ছিলেন এই সংগঠনের একজন কার্যনির্বাহী সদস্য।

ছিলেন বলা হচ্ছে কারণ, অভিনেত্রী আর সংগঠনটির সঙ্গে নেই। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন না দেওয়ায় কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি। পদত্যাগ করেছেন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্যের পদ থেকে। সামাজিক মাধ্যমে তা জানিয়েও দিয়েছেন অভিনেত্রী।

ফেসবুক মম লেখেন, ‘ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপস মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।’

‘ছুঁয়ে দিলেন মন’ সিনেমার নায়িকা আরও লেখেন, ‘অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনাবোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত করছি।’

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা