হাসিনা পালিয়েছে, প্রেতাত্মা রয়ে গেছে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা পালিয়েছে তবে তার প্রেতাত্মা এখনো দেশে রয়েছে। তাদের হাত হতে সাবধান।
বুধবার বিকালে রাজধানীর নায়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন।
তিনি বলেন, আজকের যা অর্জন হয়েছে তার সকল কল্যাণ ছাত্রদের জন্য। বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয় নাই।
তিনি বলেন, কে প্রধান উপদেষ্টা হবে সেটা আমাদের ভাবার বিষয় না। আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।
পাড়া মহল্লায় নব্য বিএনপি সৃষ্টি হয়েছে। তারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে লুটপাট করছে। একসাথে বিএনপির কোন সম্পর্ক নাই। আপনারা যারা হামলা মামলা শিকার হয়েছেন, ভাই হারিয়েছেন আর একটু কষ্ট করে মানুষের বাড়িতে হামলা ঠেকাতে হবে বলে ও মন্তব্য করেন তিনি।
পুলিশ ভাইদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, পুলিশ সদস্যদের মধ্যে সবাই অন্যায় করেছেন বিষয়টি সঠিক নয়। সুতরাং আপনাদের সকলের ভয় পাওয়ার কিছু নাই।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/জেবি/এমআর)