দেড়যুগ পর নেত্রকোণার বারহাট্টায় বিএনপির প্রকাশ্য জনসভা 

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১৯:৩৯

দীর্ঘ দেড় যুগ পর নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বিএনপির প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন। আমরা গণতন্ত্রকে আঁকড়ে ছিলাম। আমরা চেয়েছিলাম, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হোক। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর থেকেই আমাদের সামনে বাধা আসা শুরু হয়। ২০০৮ সালে প্রহসনের নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী মীলীগ আবারও ক্ষমতায় আসে। এবার তারা আমাদের মুখ বন্ধ করে দেওয়ার খেলায় মেতে উঠে। আমরা রাজনৈতিক কোন কর্মসূচি দিলেই তারা তা হুমকি-ধামকি-আগুন দিয়ে প্রতিহত করে। মিথ্যা মামলা দিয়ে তারা আমাদের নেতাকর্মীদের পালিয়ে থাকতে বাধ্য করে। তাদের বাধার কারণে আমরা অনেকটা লুকিয়ে লুকিয়ে জেলা কিংবা উপজেলা শহরের বাইরে সভা-সমাবেশ করেছি। আওয়ামী লীগ ও তাদের সহযোগিদের তাড়া খাওয়ার ভয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীও প্রকাশ্যে পালন করতে পারি নাই। ২০০৬ সাল থেকে দীর্ঘ দেড়যুগ পর আজ এখানে আমরা মুক্ত বাতাসে প্রকাশ্যে জনসভা করছি।

তারা আরও বলেন, মিথ্যা দম্ভ, গুম, খুন, অন্যায়-অত্যাচারের কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে। স্বৈর-শাসক শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সবক্ষেত্রে অন্যায়-অনিয়ম রুখে দিতে হবে। জ্বালাও-পুড়াও-ভাঙচুর করা যাবে না। জনসাধারণের মন জয় করে আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মুশতাক আহমেদের সভাপতিত্ব ও যুগ্ম আহ্বায়ক আশিক আহম্মেদ কমলের সঞ্চালনায় সভায় নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাহ্ উদ্দিন মিল্কী, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার ও সাবেক সাধারন সম্পাদক শামছুদ্দিন আহমেদ বাবুল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সুলায়মান হাসান রুবেল প্রমুখ।

(ঢাকা টাইমস/০৭আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ দুজন নিহত

মেঘনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে খুন, প্রতিপক্ষের আহতকে হাসপাতালে পিটিয়ে হত্যা

ইন্টারনেট বন্ধে ক্ষতি, শেখ হাসিনাসহ ১১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুর-লাকসাম রেলপথ পরিদর্শন করলেন বিভাগীয় কর্মকর্তারা

খুলনা মেডিকেল কলেজের ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

চাঁদাবাজি-দখলদারি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান: সমন্বয়ক নুসরাত

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের যোগদান

এই বিভাগের সব খবর

শিরোনাম :