আবু সাঈদের পরিবারের পাশে সুপারশপ ‘স্বপ্ন’
ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৭:০৫ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১৬:১৮
কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ালো দেশের বৃহৎ রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে আবু সাঈদের পরিবারের সঙ্গে স্বপ্ন'র পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেন রিজিওনাল হেড অব অপারেশন মো. আব্দুল্লাহ আল মাহবুব।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।
(ঢাকা টাইমস/০৯আগস্ট/এসএ)