চনপাড়ায় ফের সক্রিয় দুর্বৃত্তরা
তিন দিনে দুইশ বাড়িতে লুটপাট, নৃশংসভাবে যুবক খুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নদী ও খাল বেষ্টিত এলাকা চনপাড়া। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নই বলা চলে। এখানে সর্বসাকুল্যে লাখ খানেক মানুষ বসবাস করেন। সন্ত্রাসী কার্যক্রম ও মাদক বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এলাকাটি বেশ আলোচিত। এক সময় এলাকাটির নিয়ন্ত্রণ করতেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বজলুর রহমান ওরফে বজলু। সিটি শাহীন নামেও এক বাহিনী প্রধান ছিলেন। তাদের ভয়ে সেখানে কেউ মুখ খোলারও সাহস পেতেন না।
গত বছর বজলুর রহমান ও সিটি শাহিন মারা যাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরেছিল চনপাড়ায়। সম্প্রতি দেশজুড়ে সহিংস ঘটনার পর পুলিশি কার্যক্রম পুরোপুরি চালু না থাকায় আবারও মাথা চাঁড়া দিয়ে উঠেছে দুর্বৃত্তরা। গত তিনদিনে চনপাড়ায় দুই শতাধিক বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।
খুন করা হয়েছে সৌরভ নামে এক যুবককে। জিহ্বা কেটে ও চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নং ওয়ার্ডের অফিস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়া গত দুইদিনে আরও পাঁচজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই গ্রামের আরও দুই যুবক নিখোঁজ রয়েছে।
নিহত সৌরভ দেড় বছর ধরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি বাস কাউন্টারে চাকরি করতেন।
এদিকে থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক না থাকায় এ ঘটনায় থানায় অভিযোগও করতে পারেননি নিহত সৌরভের পরিবার।
থানায় অভিযোগ দিতে না পারলেও এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদের (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন নিহত সৌরভের স্ত্রী বৃষ্টি আক্তার।
অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে ইউএনও আহসান মাহমুদ ঢাকা টাইমসকে বলেন, ‘ সৌরভকে চোখ তুলে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। থানার কার্যক্রম শুরু না হওয়ায় আমি তাদের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়েছি। আমি তাদের বলেছি, আপনারা ধৈর্য ধরুন। সেনাবাহিনী বা পুলিশ যেই আসুক, আসার পর অভিযোগটি তাদের কাছে হস্তান্তর করব।’
লিখিত অভিযোগে নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে চনপাড়া এলাকার লোকজন ও মসজিদের মাইকে ওই এলাকায় ডাকাত আসার খবর জানিয়ে সকলকে সতর্ক করা হয়। খবর পেয়ে অন্যদের সঙ্গে সৌরভ ঘর থেকে বের হয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নং ওয়ার্ডের অফিস ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা রবিন, মো. রোহান মিয়া, মো. রাব্বানী, ইমন, মো. দারোয়ান বাবু, মো. রাজা, মো. আরাদন মুন্না, মো. আরাদন কাজল, মো. কসাই ইকবাল, মো. সাব্বির, আল আমিন, মো. কালা বাবুল, মো. নাজমুল, মো. পিয়াস, মো. বল্টু রাসেল, মো. রুবেলসহ বেশকয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার উপর আক্রমণ করে তাকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও চোখ তুলে হত্যা করে। এর পরদিন চনপাড়া অফিস ঘাটের শীতলক্ষ্যা নদীর পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহার মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএম/পিএস)