বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে তিন নারীসহ সাতজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১২:৩৫ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ০৯:২৪

ভারতের বিহারে মন্দিরে হুড়াহুড়িতে পদপিষ্ট হয়ে তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন।

রবিবার রাতে জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দিরে এ ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএনআই এ খবর দিয়েছে।

বিহার রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির সিদ্ধনাথ মন্দির। বছরের অন্যান্য সময়ের চেয়ে শ্রাবণ মাসে সেখানে বেশি ভিড় থাকে। শিবপূজা উপলক্ষে রবিবার রাতে অনেক ভক্তের সমাগম হয়েছিল ওই মন্দিরে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্দিরে নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো না থাকায় অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একপর্যায়ে ভিড় বেড়ে গেলে পুণ্যার্থীদের তাড়া করা হয়। এসময় লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ উঠেছে। আর এই লাঠিচার্জের কারণেই পুণ্যার্থীরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদপিষ্ট হয়ে সাতজন মারা যান। আহতের সংখ্যা ৩০-এর বেশি বলে মনে করা হচ্ছে।

মর্মান্তিক এ ঘটনার পর সোমবার সকালে হতাহতদের স্বজনরা মন্দির চত্বরে জড়ো হন। তবে দেহগুলো এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহতদের জেহনাবাদ এবং মাখদুমপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে জেলা প্রশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

বিতর্কের জন্য হ্যারিস ও ট্রাম্পের চূড়ান্ত প্রস্তুতি

বাংলাদেশে সরকার উৎখাতে মার্কিন-চীন প্রভাবের অভিযোগ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

ভারতে মাঙ্কিপক্স শনাক্ত

গাজায় বাস্তুচ্যুতদের ক্যাম্পে ইসরায়েলের হামলায় ৪০ জন নিহত

মনিপুরে ‘রাজভবনে’ ভারতীয় পতাকা সরিয়ে মেইতি পতাকা টানিয়েছে শিক্ষার্থীরা

‘রক্তক্ষয়ী লড়াইয়ের’ মাধ্যমে ইমরান খানকে মুক্ত করা হবে, হুঁশিয়ারি পিটিআইয়ের

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে ৪৮ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত

মমতাকে চিঠি লিখে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

ইসরায়েলি হামলায় গাজার সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পরিবারসহ নিহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :