প্যারাগুয়ের আলোচিত সাঁতারুকে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়েছিলেন নেইমার!

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৬:১৮

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক থেকে বিতাড়িত হওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না প্যারাগুয়ের নারী সাঁতারু লুয়ানা অলন্সোর। নতুন করে আবারও তিনি বিতর্কে জড়ালেন। তিনি দাবি করেছেন যে, ব্রাজিলের ফুটবল তারকা নেইমার নাকি তাকে ব্যক্তিগত মেসেজ পাঠান। এই বিষয়ে অবশ্য নেইমার এখনও মুখ খোলেননি।

প্যারিস অলিম্পিকে নিজের সৌন্দর্যের জন্য নজর কেড়েছিলেন প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা অ্যালোনসো। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিশ্চিত করেছে যে, টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পড়েও অলিম্পিক ভিলায় ফিরে আসায় তাকে বহিষ্কার করা হয়েছিল। বাদ পড়ার পরে তিনি অবসর নেয়ার ঘোষণাও দিয়েছিলেন। এর পরেই তিনি দাবি করেন, ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার ইনস্টাগ্রামে তাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন।

প্যারাগুয়ের সুন্দরী সাঁতারু দাবি করেছেন, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তার ভক্ত। লুয়ানা অ্যালোনসো বলেছেন, 'নেইমার আমার অনেক বড় একজন ভক্ত। তিনি আমাকে সরাসরি বার্তা পাঠিয়েছিলেন। আমি এখানে এতটুকুই বলতে পারি।'

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কায় প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, অলিম্পিক থেকে বাদ পড়ার পরেও অলিম্পিক ভিলায় ফিরে আসেন প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা অ্যালোনসো। তারপর তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। কেউ কেউ দাবি করেছেন, সে অলিম্পিক ভিলা প্রাঙ্গনে নগ্ন হয়ে ঘুরাফেরা করতেন। তবে এক বিবৃতিতে বলা হয়েছে, অনুপযুক্ত আচরণের জন্য লুয়ানাকে বহিষ্কার করা হয়েছিল।

সংবাদমাধ্যম মার্কার প্রকাশিত সংবাদে আরও বলা হয়েছে, প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা বিখ্যাত হওয়ার আগে নেইমার তাকে বার্তা পাঠিয়েছিল। নিজ দেশ প্যারাগুয়ের একটি শো'তে লুয়ানা বলেছিলেন, ২০২২ সালে নেইমার তার ইনস্টাগ্রাম পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এটি তার ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই শো চলাকালীন সময়ে লুয়ানা আরও বলেছিলেন, তিনি আমাকে সরাসরি বার্তা পাঠিয়েছিলেন। আমি শুধু এইটুকুই বলতে পারি। বার্তাটি অপঠিত রয়ে গেছে।

এদিকে, হাঁটুর গুরুতর চোট থেকে সের উঠলেও সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুতে খেলতে পারবেন না নেইমার। গত সপ্তাহে এই তথ্য জানান তার দল আল হিলালের কোচ। ২০২৩ সালে এই ক্লাবটিতে খেলতে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ছাড়েন তিনি। সৌদি আরবে প্রতি মৌসুমে তার আয় ১০০ মিলিয়ন ইউরো।

নেইমারের বিরুদ্ধে বিভিন্ন নারীদের এমন বার্তা পাঠানোর অভিযোগ পুরোনো নয়। গত বছরের শেষের দিকে এক মডেলের সঙ্গে নেইমারের চ্যাট ফাঁস হওয়ার পর সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। ওই বছরের শুরুর দিকে দুই মডেলের সঙ্গেও দেখা গিয়েছিল এই ফুটবলারকে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

শ্রীলঙ্কার বিপক্ষে ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

ভারত সিরিজের টেস্টে ডাক পাওয়া নিয়ে যা বললেন জাকের আলী 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বড় অঙ্কের অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা 

মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: আসিফ মাহমুদ

ইনজুরির মাঝেই ফ্লুতে আক্রান্ত হয়ে পরের ম্যাচেও অনিশ্চিত মেসি

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অনুসারী এখন ১০০ কোটি, বিশ্বে তিনিই প্রথম

গুঞ্জনের মাঝে বিসিবিতে তামিম, কারণ জানালেন ফারুক

বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি, যা বললেন বিসিবি সভাপতি

বৃষ্টিতে পরিত্যক্ত, ইতিহাসের পাতায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ: দীনেশ কার্তিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :