জুলাইয়ে আইসিসির মাসসেরা ইংল্যান্ডের অ্যাটকিনসন ও শ্রীলঙ্কার আতাপাত্তু

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৭:১২

নিজের অভিষেক টেস্ট বল হাতে রাঙিয়েছেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। জেমস অ্যান্ডারসনের বিদায়ী এই ম্যাচে অ্যাটকিনসন একাই নিয়েছেন ১২ উইকেট। তিন ম্যাচ সিরিজের পরের দুইটি টেস্টে আরও ১০ উইকেট শিকার করেন তিনি। যার বদৌলতে ২০২৪ সালের জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। অন্যদিকে নারীদের সেরা হয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

আজ ছেলে ও মেয়েদের মাসসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মেয়েদের মাসসেরা নির্বাচিত হয়েছেন এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। এই পুরস্কার জয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভের্মাকে। আর অ্যাটকিনসন পেছলে ফেলেছেন ভারত অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ড পেসার চার্লি ক্যাসেলকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্রেফ ৪৫ রান খরচায় ৭ উইকেট নেন অ্যাটকিনসন। ক্যারিবীয়দের আটকে দেন ১২১ রানে। পরের ইনিংসেও এই ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। ৬১ রান খরচায় নেন আরও ৫ উইকেট। ১২ উইকেট নিয়ে নির্বাচিত হন ম্যাচসেরা। পরের দুই ম্যাচে আরও ১০ উইকেট নেন অ্যাটকিনসন। যার ৪টি উইকেট আসে শেষ ম্যাচ থেকে।

ব্যাট হাতেও অবদান রাখেন এই পেসার। দ্বিতীয় টেস্টে ২১ রানে অপরাজিত থেকে শেষ টেস্টেও একই রান করেন। সিরিজজুড়ে একাই ২২ উইকেট নিয়ে নির্বাচিত হন টুর্নামেন্টসেরাও।

অপরদিকে জুলাই মাসে আলো ছড়ান শ্রীলঙ্কান নারী ক্রিকেটার আতাপাত্তু। তার নেতৃত্বে ভারতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জেতে দেশটি। টুর্নামেন্টে ১৪৬.৮৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান করার পাশাপাশি ৩টি উইকেটও নেন। পান টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

শ্রীলঙ্কার বিপক্ষে ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

ভারত সিরিজের টেস্টে ডাক পাওয়া নিয়ে যা বললেন জাকের আলী 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বড় অঙ্কের অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা 

মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: আসিফ মাহমুদ

ইনজুরির মাঝেই ফ্লুতে আক্রান্ত হয়ে পরের ম্যাচেও অনিশ্চিত মেসি

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অনুসারী এখন ১০০ কোটি, বিশ্বে তিনিই প্রথম

গুঞ্জনের মাঝে বিসিবিতে তামিম, কারণ জানালেন ফারুক

বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি, যা বললেন বিসিবি সভাপতি

বৃষ্টিতে পরিত্যক্ত, ইতিহাসের পাতায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ: দীনেশ কার্তিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :