রংপুর মেডিকেলের পরিচালক ওএসডি

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ২১:১২

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীকে। একই সঙ্গে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মজিদুল ইসলামকেও ওএসডি করা হয়েছে। তাদের দুজনকেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ শাখা) সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে গত ১০ আগস্ট শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে রংপুরের পীরগঞ্জে এসেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি রংপুর মেডিকেলে আহতদের দেখতে যান এবং ওই সময় অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সামনে মেডিকেলের পরিচালক, সহকারী পরিচালকের (প্রশাসন) বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিসহ নানা বিষয়ে অভিযোগ করা হয়। এ ঘটনার একদিন পর ওএসডি হলেন তারা।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :