মাশরুর রিয়াজই হলেন বিএসইসির নতুন চেয়ারম্যান
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজকেই নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন বলা হয়েছে, ড. এম. মাসরুর রিয়াজকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করত: উক্ত আইনের ধারা-৫(২) অনুসারে তাঁর নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার বিকাল তিনটার দিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাশরুর রিয়াজ হতে পারেন বিএসইসির চেয়ারম্যান।
এ ব্যাপারে তিনি বলেন, ‘এ ধরনের খবর আমিও পেয়েছি। তবে অর্ডার হওয়ার আগ পর্যন্ত কিছু বলতে চাই না।’ দুই ঘণ্টা পার না হতে বিএসইসির চেয়ারম্যান হিসেবে তার নামই চূড়ান্ত বলে জানা গেল।
এর আগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শনিবার রাতে ১১টার দিকে বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবরী রুবাইয়াত।
তথ্যটি নিশ্চিত করে সে দিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে রাত ১১টার দিকে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান শিবলী রুবাইয়াত।
তার পদত্যাগের পর বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ মোহসীন চৌধুরী।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এজে)