ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক, যা জানা যাচ্ছে গ্রেপ্তার সম্পর্কে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১১:৫৩ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ০৯:১৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ওই সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। এরপর মধ্যরাতে তাদেরকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ‘নারায়ণগঞ্জের পাগলায় কোস্টগার্ডের হাতে’ আটক হন সালমান এফ রহমান এবং আনিসুল হক। এরপর তাদের পুলিশের হস্তান্তর করা হয়। পরে ডিবির হাতে সোপর্দ করে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেন, নৌপথে পালানের সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের পাগলায় কোস্টগার্ডের হাতে আটক হন সালমান এফ রহমান এবং আনিসুল হক। তারা নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি করেছে পুলিশ। কিন্তু পালাতে না পেরে ভীতসন্ত্রস্ত নৌকার ওপর বসে ছিলেন সালমান এফ রহমান।

শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী, নেতাদের পলায়ন ঠেকাতে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে কড়াকাড়ি আরোপ করা হয়। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশ কর্মকর্তাদের বক্তব্য, এ কারণে হয়তো কৌশলে নৌপথে দেশ থেকে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক।

সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে কসবা উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য হন। ওইবারই আইনমন্ত্রী করা হয় তাকে। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন সালমান এফ রহমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।

২০১৮ সালে ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন সালমান এফ রহমান। পরে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ পান।

প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। সালমান এফ রহমান ও আনিসুল হকও আত্মগোপনে ছিলেন। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

দেশের ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

প্রথমবারের মতো সেনাসদরে প্রধান উপদেষ্টা

মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়াদের তালিকা করছে সরকার

মুক্তির দিশারী মহানবীর আদর্শ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয়: প্রধান উপদেষ্টা

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা

সরকারের সংস্কার পরিকল্পনা জানতে আগ্রহী যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

ডিসেম্বরের মধ্যে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :