নীলফামারীতে বিএনপির অবস্থান কর্মসূচি, শেখ হাসিনার ফাঁসি দাবি
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দিনব্যাপী বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, সাধারণ সম্পাদক মোর্শেদ আযম বক্তব্য দেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থী মানুষকে হত্যা করেছে। এই হত্যার বিচার করতেই হবে। ইতোমধ্যে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কোন ছাড় দেওয়া হবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছাড়িয়ে পালিয়ে গেছেন স্বৈরশাসক শেখ হাসিনা। বিদেশ থেকে ষড়যন্ত্র শুরু করেছেন। তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার পরিকল্পনা করছেন, তা সফল হতে দেয়া হবে না। সকল হত্যার বিচার হবে এবং ফাঁসি হবে আমরা সেটা দেখতে চাই।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, ১৬বছর দেশে স্বৈরশাসন চালানো হয়েছে। দেশকে জিম্মি করে রাখা হয়েছে। হত্যা, লুটপাট, দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা এসব ঘটনার বিচার দাবি করেছেন।
এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যোগ দেন দলীয় নেতা কর্মীরা।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)